হিন্দুস্থানের দেবীপক্ষ

১৯৩০ সালে চৈত্রের শুক্লা অষ্টমীর প্রভাতে শ্রী শ্রী মার্কন্ডেয় চন্ডির বিষয়বস্তুর ওপর ভিত্তি করে বাসন্তী পূজার সময় আকাশবাণী থেকে প্রথম ‘বাসন্তেশ্বরী’ নামে একটি সঙ্গীতালেখ্য প্রচারিত হয়।

এই সঙ্গীতালেখ্যটির অসম্ভব জনপ্রিয়তা দেখে আকাশবাণী পরের বছর থেকে শারদীয়া দূর্গাপুজোর ষষ্ঠীর উষালগ্নে, মহাদেবীর লীলা অবলম্বনে ‘মহিষাসুরমর্দিনী’ নামে এই অনুষ্ঠানটি প্রচার করে। দূর্গা পুজোর ষষ্ঠীতে সবাই পুজোর কাজে ব্যস্ত থাকে, সেই কারণে ১৯৩৩সাল থেকে এই অনুষ্ঠানটি মহালয়ার উষালগ্নে প্রচারিত হয়। অনুষ্ঠানটি মহালয়ার দিনে প্রচারিত হয় বলে ‘মহিষাসুরমর্দিনী’|

অনুষ্ঠানটি মহালয়া নামেই বেশি পরিচিত হয়ে ওঠে বাঙালির কাছে। এই অনুষ্ঠানটির জনপ্রিয়তা দেখে রেকর্ড কম্পানিগুলি, তাদের জনপ্রিয় শিল্পীদের দিয়ে এই অনুষ্ঠানটির আদলে, দেবী চন্ডিকা বা দুর্গার মাহাত্মনির্ভর একটি করে সঙ্গীতালেখ্য রেকর্ড করে। তবে স্তোত্র পাঠে সবকটি রেকর্ড কোম্পানি বীরেন্দ্রকৃষ্ণ ভ্দ্র’কেই বেছে নিয়েছিল। সঙ্গীতাংশে, বিভিন্ন কম্পানির রেকর্ডে বিভিন্নতা লক্ষ্য করা যায়। সত্তর দশকের গোড়ার দিকে শ্রীশ্রীদেবী চন্ডিকা নামে এমনই একটি সঙ্গীতালেখ্য লং প্লেয়িং রেকর্ড এ প্রকাশ করে, শ্রী শ্রী চন্ডির মহিষাসুরবধ আখ্যান। দেবীর মাহাত্ম ও স্তবমালা দিয়ে সাজানো এই গীতি-আলেখ্যটি আকাশবাণীর ‘মহিষাসুরমর্দিনী’ আলেখ্য এর মতোই সেই সময় জনপ্রিয় হয়েছিল। হিন্দুস্থান রেকর্ড নিবেদিত ‘শ্রীশ্রীদেবী চন্ডিকা’ সঙ্গীতালেখ্যটির গ্রন্থনা, চন্ডিপাঠ করেন স্বয়ং বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। এটির সঙ্গীত পরিচালক ছিলেন রামকুমার চট্টোপাধ্যায়। গীতিকারদের মধ্যে ছিলেন শান্তিময় কারফর্মা, গৌরী শঙ্কর রায়, লক্ষীকান্ত রায়, রবিন চক্রবর্তী ও বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। আলেখ্যটির আবহসঙ্গীত পরিচালনায় ছিলেন যশস্বী যন্ত্রশিল্পী হিমাংশু বিশ্বাস।

সঙ্গীত শিল্পী হিসেবে এই গানে অংশ গ্রহণ করেছিলেন, রামকুমার চট্টোপাধ্যায়, রামকমল চট্টোপাধ্যায়, হীরালাল সরখেল, শঙ্করলাল মুখোপাধ্যায়, অরুণকৃষ্ণ ঘোষ, প্রতাপ রক্ষিত, শ্রীকুমার চট্টোপাধ্যায়, শক্তি বন্দ্যোপাধ্যায়, ও চিরঞ্জিত গুহ। মহিলা শিল্পীদের মধ্যে ছিলেন, সুপ্রভা সরকার, সুপ্রীতি ঘোষ, চিত্রলেখা চৌধুরী, হৈমন্তী শুক্লা, জোৎস্না দাস, নমিতা রায় ও রীনা মুখোপাধ্যায়। হিন্দুস্থান রেকর্ডের এই কালজয়ী ভক্তি অর্ঘ্যটি প্রাক দুর্গাপূজার সময় আবার নতুন করে শ্রোতাদের মনে মহালয়ার স্মৃতিকে অবশ্যই জাগিয়ে তুলবে।

এই শারদীয়া উৎসবে ফিরে দেখা যাক সেই দিনগুলো আর শুনে নেওয়া যাক সেই গান 🎶

Recent Posts

Recent Posts
Categories

Want To Share

Click the button below

December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Enigmatic Genius: RD Burman and the Legacy of Innovation

27 th June 1939; the day that marked the future of Indian modern music. Born was a genius on this day,…

K.L. Saigal’s Musical Odyssey: The Best Songs That Define His Artistry

Kundan Lal Saigal, popularly known as K.L. Saigal, is synonymous with the Indian musical world. In fact, he belongs to the…

In Tune with Excellence: Kolkata’s Top Music Company Unveiled

In the rich cultural heritage that Kolkata stands for, every street resonates with music. That is perhaps where a Recording studio…